Friday, March 27, 2009

খোঁজ


খুঁজে ফিরি আলোকে
অন্ধকারের মাঝে।
খুঁজি বিষাদের মাঝে
আনন্দকে।
আরও খুঁজি,
মিথ্যার মাঝে সত্যকে,
সাধারণের মাঝে অসাধারণকে,
বিন্দুর মাঝে সিন্ধুকে,
শুধু খুঁজি আর খুঁজি,
খুঁজতেই থাকি ।
আরও খুঁজি,
নিরুৎসাহীর মাঝে উৎসাহকে,
বার্ধক্যের মাঝে তারুণ্যকে,
নিরাশার মাঝে আশাকে।
শুধু খুঁজি, আর খুঁজতেই থাকি।
এ খোজ চিরন্তন,
জন্ম থেকেই আমার সঙ্গী,
এর কোন সমাপ্তি নেই।
খোঁজ চলছে, তো চলছেই।
হয়তোবা নিরাশার মাঝে সামান্য আশা পাওয়ার আশায়,
বিষাদের মাঝে সামান্য আনন্দ পাওয়ার আশায় ।
হয়তোবা কিছুই না পাওয়ার আশায়।
হয়তোবা এই আশাই বাঁচিয়ে রেখেছে এই খোঁজকে, হয়তোবা নয়।
জানিনা এই খোঁজের আদৌ সমাপ্তি ঘটবে কিনা,
নাকি চলতেই থাকবে চিরকাল ।
জানিনা এই খোঁজ আদৌ কোন ফল বয়ে আনবে কিনা ।
জানিনা , জানতেও চাইনা।
শুধু জানতে চাই এটুকু ,
কাবে পড়বে সামান্য সফলতার আলোর ঝলকানি ,
এই খোঁজে।
কবে সৃষ্টিকর্তা সামান্য হাসিমুখ নিয়ে তাকাবেন,
এই সন্ধানীর দিকে ?
এ প্রশ্ন উদিত হচ্ছে বারবার, মুহূর্মূহ,
তবুও খোঁজ চলছে তো চলছেই ,
বিরামহীনভাবে, নিরন্তর,
নিত্য নতুন দিগন্তে, নিত্য নতুন পদ্ধতিতে,
আর হ্যা অবশ্যি অপেক্ষায় ,
কিন্তু কিসের অপেক্ষায় ?
হয়তোবা সামান্য সফলতার,
হয়তোবা সামান্য আলোক দর্শনের,
জানিনা, জানতেও চাই না,
শুধুই রয়েছি অপেক্ষায় ।




No comments:

Post a Comment