Saturday, March 28, 2009

না বলা কথা : যাত্রা পর্ব- ২: উল্টোপথে যাত্রা


হাঁটি উল্টোপথে , উল্টোদিকে

অজানা পৃথিবীর উদ্দেশ্যে,

জানা সবকিছু থেকে দূরে

দূরে কোথাও।

জানিনা কোথায়,

দূরে চলে যাব সব কিছু থেকে দূরে,

কোলাহল থেকে দূরে,

কলকাকলি থেকে দূরে,

নিঃসঙ্গ,নির্জন প্রকৃতিতে,

যাব এখনি যাব,

দম বন্ধ হয়ে আসছে,

অসহ্য হয়ে আসছে প্রতিমূহুর্ত, প্রতিক্ষণ,

মুক্তি চাই , চাই মুক্তি,

এই মেকির সভ্যতা থেকে,

অর্থহীন আনুষ্ঠানিকতা থেকে,

অর্থহীন কর্মকাণ্ড থেকে,

সভ্যরূপী অসভ্য মানবসমাজ থেকে।

ঘৃণা করি, শুধুই ঘৃণা করি,

দূরে যেতে চাই,

যেতে চাই এমন কোথাও,

যেখানে থাকবে না মানবরূপী জন্তুসমাজ,

যেথানে থাকবে না মানবরূপী রক্তপিপাসুরা,

যেখানে থাকবেনা কুটিলতায় ভরপুর মানবসমাজ।

এ আমার উল্টোপথের যাত্রা,

এ যাত্রা চলছে, চলবে

জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত।

No comments:

Post a Comment