Tuesday, March 24, 2009

যাত্রা শুধুই কি অন্ধকার এর পথে ?

এ আমার যাত্রা, শুরু হয়েছিল অনেক আগে ,
অনেক অনেক আগে এক আস্তাকুঁড়ের মাঝে , এক অপ্রত্যাশিত মূহুর্তে, এক অন্ধকার জনপদে।
এ যাত্রা কখনওবা এগিয়ে গেছে চির বন্ধুর পথ দিয়ে, কখনওবা সামান্য কুসুমাস্তীর্ণ পথ দিয়ে।
এ যাত্রা এখনও চলমান, চলবে চিরকাল, হয়তোবা এর কোনা শেষ নেই, হয়তোবা আছে।
হয়তোবা চির অন্ধকারই এই পথের পরিণতি, জানিনা কবে এবং কিভাবে এ পথ শেষ হবে,
বা এর আদৌ পরিণতি কি? জানি শুধু এ পথ চিরন্তন ।
আর কি জানি তার হিসাব নিকাশ এখন করতে পারছিনা , করবওনা,
করার কোন সময়ও নেই, হয়তোবা সময় হবে কোন একদিন ।
তখন সবকিছু যোগ, বিয়োগ,গুণ, ভাগ করে দেখা যাবে,
এ যাত্রা চির বন্ধুর , এখানে নেই কোন অবকাশ,
আর কি ? কি? কি?
এখন আর লিখতে ইচ্ছে করছে না, কেবলমাত্র ভূমিকা দিয়ে রাখলাম,
বাকিটুকু ধীরে ধীরে লেখার চেষ্টা করব, যদি কখনও মাথায় আসে,
সময় পাই, মন ভালো থাকে আর অবশ্যই হ্যা, যদি লিখতে ইচ্ছে করে।
ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।

No comments:

Post a Comment