Sunday, March 29, 2009

না বলা কথা : ভালো লাগে না কেন?


এখন আর কিছুই ভাল লাগে না,
ভাল লাগে না পাখির কলতান,
ভাল লাগে না ভোরের আলো,
ভাল লাগে না সুন্দর কোন কিছুই।
ভাল লাগে না, ভাল লাগে না ।
চেনা কিছুই ভালো লাগে না,
জানা কিছুই ভাল লাগে না,
পালিয়ে থাকি প্রতিক্ষণ,
পালিয়ে বেড়াই সবসময়,
ভাল লাগে না, ভাল লাগে না।
ভাল লাগা আর ভাল না লাগা আসলে কি জানতে চাই,
জানতে চাই আমার কেন ভালো লাগে না?
কেনো হতে পারিনা আর সকলের মত?
কেন হতে পারিনা স্বাভাবিক?
কেন যেন জানিনা, কিসের জন্য জানিনা।
শুধু এটুকু জানি ভালো লাগে না।
ভালো লাগে না কোনো কোলাহল,
ভালো লাগে না কোনো জনসমাগম,
কোন প্রকার আনুষ্ঠানিকতা, কোন কিছুই।
এ যেন ভাল না লাগার রোগে ধরেছে আমায়,
রোগ বাড়ছে তো বাড়ছেই,
বিন্দুমাত্র কমার কোন নাম নেই,
তাই বলি সর্বক্ষণ ভালো লাগে না
আর কিছুই ভালো লাগে না ।

No comments:

Post a Comment